“হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিট” মাননীয় পরিচালকের সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশের এ্যাডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ হতে স্নাতকোত্তর সম্পন্ন ও অধ্যায়ণরত ছাত্র-ছাত্রীদের পেশাগত দক্ষতা, জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের জন্য ইন্টার্নশীপ করার সুযোগ দিয়ে থাকে। তাদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য প্রয়োজনীয় সহযোগীতা এবং পরামর্শ প্রদান করা হয়।

মাননীয় পরিচালক প্রতিটি ছাত্র-ছাত্রীকে এককভাবে এবং কোনো কোনো ক্ষেত্রে দলগতভাবে সুপারভিশন দিয়ে থাকেন।

 

স্নাতকোত্তর ইন্টার্ন ছাত্র-ছাত্রী হিসেবে “হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিট”-এ তাদের অবশ্যই নিন্মোক্ত কার্যাদি সম্পন্ন করতে হবে। যথাঃ

♣ সপ্তাহে কমপক্ষে ছয় (৬) ঘন্টা সেন্টারে কাজ করতে হবে

♣ সপ্তাহে তিনটি (৩) সরাসরি কাউন্সেলিং সেবা প্রদান

♣ অবশ্যই সাপ্তাহিক কর্মশালা এবং কর্মসূচীতে অংশগ্রহণ করতে হবে। (যখন থাকে)

♣ হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিট-এর অফিসিয়াল ফোনকল রিসিভ এবং কাউন্সেলিং সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি প্রদান করতে হবে

♣ শিশু, কিশোর এবং প্রাপ্ত বয়স্কদের জন্য বিভিন্ন কর্মশালার প্রস্তুতি গ্রহণ এবং মাননীয় পরিচালক এর নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়ণ করা

 

 

স্নাতকোত্তর ইন্টার্নশীপের জন্য যোগ্যতাঃ

“হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিট”-এ স্নাতকোত্তর ইন্টার্নশীপ কর্মসূচীর ছাত্র-ছাত্রী “বাছাই’’ পদ্ধতির মাধ্যমে নেওয়া হয়। ভর্তির জন্য নিন্মোক্ত শর্তপূরণ অপরিহার্যঃ

♣ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং সাইকোলজি, স্কুল সাইকোলজি অথবা এ্যাডুকেশনাল সাইকোলজি বিভাগে মাস্টার্সে অধ্যায়ণরত।

♣ সাম্প্রতিককালের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত।

♣ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের লিখিত অনুমতি পত্র।

 

ভর্তি প্রক্রিয়াঃ

প্রথমত, ইন্টার্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সীট ফাঁকা আছে কি নেই তা জানার জন্য হিলিং হার্ট কাউন্সেলিং ইউনিট-এর অফিসিয়াল ই-মেইলে মেইল পাঠাতে হবে। দ্বিতীয়ত, সরাসরি অফিসে এসে উপরিউক্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

 

যোগাযোগের ঠিকানাঃ

ই-মেইল: healingheartbd@gmail.com

মোবাইল: ০১৭৫২-০৭৪৪৯৭, ০১৬২২-৯২৯৩৯৭

বাসা নং-১২১, রোড : ৬, ব্লক: বি,

বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯।