আপনাদের কাউন্সেলরদের শিক্ষাগত যোগ্যতা কি?

আমাদের কাউন্সেলরগন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মনোজ্ঞিানের বিভিন্ন ফলিত বিষয়ে মাস্টার্স ডিগ্রীপ্রাপ্ত।

আপনাদের সেশন ফি কেমন ?

প্রত্যেক সেশনের জন্য আমাদের ফি (১২০০-৩৫০০) টাকা পর্যন্ত।

একজন ক্লায়েন্টের মোট কতটি সেশন লাগতে পারে?

এটা মূলত ক্লায়েন্টের সমস্যার উপর নির্ভর করে। তবে ব্যক্তি বিশেষে সাধারণত : ৩ – ১২ টি সেশন লাগতে পারে।

আপনারা সন্ধ্যায়/সন্ধ্যার পরে কি কাউন্সেলিং সেশন দিয়ে থাকেন?

না। আমাদের অফিসের সময়সূচী (সকাল ১০টা- বিকাল ৫টা)।

আপনাদের সেন্টারে কি রোগী ভর্তি রেখে চিকিৎসা করার ব্যবস্থা আছে?

না। আমাদের সেন্টারে রোগী ভর্তির কোন ব্যবস্থা নেই।